04 January 2008

মাত্র একটি ম্যাসেঞ্জারের মাধ্যমে সব ম্যাসেঞ্জার চালান


আবারও সেই একই ঘটনা। ইন্টারনেটের মাধ্যমে যখন বন্ধু-বান্ধব এবং আত্মীয়-স্বজনদের সাথে চ্যাট করি, মাঝে মাঝেই সমস্যায় পড়তে হয়। কারন, একেক জনের একেক ম্যাসেঞ্জার। তাই কোন এক উইকএন্ডে প্রয়োজনীয় প্রায় সব ম্যাসেঞ্জার ডাউনলোড করি এবং রেজীষ্ট্রেশান করি।

কিন্তু তারপরেও ঝামেলা। সবগুলো একসঙ্গে চালু রাখলে দেখতে বিশ্রী লাগে আর মনে হয় নেট স্পীডও কমে যায়।

এই সমস্যা দূর করতে মাঝখানে কয়েকদিন ট্রিলিয়ান ব্যাবহার করেছিলাম। কিন্তু ইংরেজি ছাড়া অন্য ল্যাংগুয়েজ সাপোর্ট করেনি বলে ব্যাবহারের সীমাবদ্ধতা থেকেই যাচ্ছিল।

ইচ্ছা থাকলেই যেমন উপায় হয়। তেমনি আবার পেয়ে গেলাম নতুন আর একটি ম্যাসেঞ্জার সফটওয়্যার। নাম মিরান্ডা। এটাকে প্রায় ওপেন সোর্সই বলা যায়। আমার যেমন ইচ্ছা তেমন করে এটিকে আমি সাজিয়ে নিয়েছি। নামও দিয়েছি Rummon Messenger (আপনি আপনার বা যেকোন নাম দিতে পারেন) । এটি একসঙ্গে AIM, Jabber, ICQ, IRC, MSN, Yahoo, Gadu-Gadu, Gtalk, Skype সহ অনেক আন-পপুলার ম্যাসেঞ্জার সাপোর্ট করে। তাই এই সবগুলোকে মিরান্ডায় একসঙ্গে ব্যাবহার করা যায়।

আমি ব্যাক্তিগত ভাবে Yahoo, Gtalk, ICQ, Skype, IRC এবং Mail.ru Agent ব্যাবহার করি। এখন মিরান্ডায় আমি এর সবগুলো একসাথে ব্যাবহার করতে পারছি। আর মিরান্ডা খুবই ছোট এবং স্লীম সফটওয়্যার বিধায় এর ব্যাবহারও খুব দ্রুত করা যায়।

এইখান থেকে মিরান্ডা ডাউনলোড করুন।

যদি ইন্সটলেশানের কোন সমস্যা হয়, বরাবরের মত আমাকে মেইল করুন বা কমেন্টস্‌ এ সমস্যার কথা লিখুন।

শেয়ার করুন

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More