20 November 2008

ওয়াহিদ রুম্মন’ এর কলাম

ভের্খ্‌‌নি আর নিঝ্‌নি নিদেলিয়া’এর (রাশিয়ার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সপ্তাহ কে ২ ভাগে ভাগ করে পড়ানো হয়। ভেরখ্‌নি নিদেলিয়া-উপরের সপ্তাহ, নিঝ্‌নি নিদেলিয়া-নিচের সপ্তাহ) ফাঁকে পরে জীবনটাই ব্যারা-ছ্যাড়া। এরমধ্যে আবার গত সপ্তাহ থেকে কম্পিউটার নষ্ট। দেশ থেকে পাঠানো পাইরেটেড এক্স. পি. ইন্সটল করতে গিয়ে কম্পিউটারের ত্রাহি মধুসূদন অবস্থা। ফ্ল্যাশ ড্রাইভের যুগে বুটেবল ফ্লপিডিস্ক খুঁজতে শেষে ডিস্ক কোম্পানীতে যেতে হয় কি-না কে জানে। কিছু বিদেশী বন্ধুর আশ্বাসে এখনো অপেক্ষায় আছি। মনে হচ্ছে তারাই আমার কম্পিউটার ঠিক করে দিতে পারবে। দোকানেও নিয়ে যেতে পারতাম, তবে কর্মহীন বিদেশের ছাত্রজীবনে মাঝে মাঝে এক হাজার রুবল খরচ করতেও চিন্তা করতে হয়। তার উপর আবার বিশ্ব অর্থনৈতিক মন্দা ঠিক মড়ার উপর খাড়ার ঘা।

এখানে সপ্তাহের প্রথম দিন শুরু হয় সোমবার থেকে। সকাল ৯ টায় ইউনিভার্সিটিতে ক্লাশ থাকলে আমাকে ভোর ৬ টায় উঠতে হয়। থাকি এপার্টমেন্ট সিস্টেম হোস্টেলে। কীচেন, বাথরুম এবং টয়লেট কম্যুনাল বলে লাইনের অপেক্ষায় থাকতে চাইনা। আজও তেমন দিন। ভেবেছিলাম দিনের সেকেন্ড হাফে কিছু কাজ সারতে এক বন্ধুকে নিয়ে এক সরকারি অফিসে যাব। তাকে সাত সকালে ফোন করতেই ঘুম জড়ানো কন্ঠে উত্তর “ আজ তো প্রাজ্‌দ্‌নিক (উৎসব), সব কিছু বন্ধ”। ততক্ষনে আমি সকাল ৯ টার ক্লাশ ধরার জন্য প্রায় তৈরী। ওর কথা ভেরীফাই করতে আরও দুই যায়গায় ফোন দিতেও একই রিপ্লাই। এবং জানা গেল আজকে সবচেয়ে ইম্পর্টেন্ট ক্লাশের টিচারই না-কি ক্লাশ করাবেন না। কী আর করা? শেষে নতুন করে দিনের প্ল্যান তৈরি।

এর মধ্যেই আর এক বন্ধুবর এর SMS ফ্রম কোলকাতা। “কেমন আছিস? খুব মিস করছি তোদের। সব খবর ভাল তো”? আরে, তুই তো সবই জানিস। ৫ বছর এখানে থাকার পর সবে এক মাস হলো ব্যাক টু দ্যা প্যাভেলিয়ন। বরং তোর খবর বল? কেমন আছিস? নিজে রান্না করে খেতে হচ্ছে না এই তো ঢের। বেশ কয়েক দিন আগে যখন দেশে মায়ের সাথে ফোনে কথা হচ্ছিল, তখন মস্কো’তে জিনিস পাতির আকাশ ছোয়া দামের কথা বলছিলাম। সূর্যমুখি ৯০০ এম.এল যে তেলের দাম ৩৮ রুবল ছিল তা এখন ৫০ এর ও বেশি। শুনে মা হেসে বললেন “বাবা তুমি এত চিন্তা কর? এত বৈষয়িক হয়েছ”?

সত্যিই দেশে থাকতে এগুলো কখনো মাথায় আসেনি। এমনকি মস্কো’তেও দোকানী টাকা ফেরতের সময় খুচরো কয়েন দিলে আগে অন্যান্য রাশিয়ানদের মতো সেগুলো কাউন্টারেই ফেলে আসতাম। এখন প্রত্যেকটা কোপেক (১০০ কোপেক= ১ রুবল) গুনে নিচ্ছি। শুধু আমি না, আমার আশে পাশের প্রায় সবাই। বিশ্ব অর্থনৈতিক মন্দার ঠেলায় আমরা বাবাজীর নাম জপছি।


25 October 2008

বাংলাদেশে ফ্রী ফোন


প্রায় প্রত্যেক প্রবাসী বাংলাদেশে টাকা দিয়ে ফোন করার সামর্থ্য রাখলেও অনেকেই ফ্রী ফোন করার সুযোগ খোঁজেন। আর এরকম এক সুযোগ এখন হাতের মুঠোয়। পৃথিবীর যে কোন প্রান্ত থেকে বাংলাদেশের ল্যান্ডলাইনে ৫ মিনিট ফ্রী কথা বলুন। সেই সাথে ফ্রী কথা বলতে পারবেন আরো অনেক দেশে। সেগুলোর লিস্ট হলো
Andorra
Australia
Austria
Bahamas (+mobile)
Bangladesh
Belgium
Bermuda (mobile)
Brunei Darussalam (+mobile)
Bulgaria
Canada
Chile
China (mobile)
Croatia
Cyprus (+mobile)
Czech Republic
Denmark
Estonia
Finland
France
Germany Greece
Guadeloupe
Hong Kong (+mobile)
Hungary
Iceland
Ireland
Israel
Italy
Japan
Jordan
Latvia
Liechtenstein
Lithuania
Luxembourg
Macao (+mobile)
Malaysia (mobile)
Martinique
Monaco
Netherlands
New Zealand Norway
Panama
Peru
Poland
Portugal
Puerto Rico (+mobile)
Romania
Russian Federation
Singapore (+mobile)
Slovenia
South Korea (+mobile)
Spain
Sweden
Switzerland
Taiwan
Thailand (+mobile)
United Kingdom
United States (+mobile)
Venezuela

প্রথমে lowratevoip.com সাইটে যেয়ে ওদের অফার করা সফটওয়্যারটি ডাউনলোড করুন। তারপর ইনস্টল করে নতুন একাউন্ট তৈরি করে ফ্রী কল করা শুরু করুন।

টিপসঃ প্রতি ফ্রী একাউন্টে ৫ মিনিট করে কথা বলা যায়। তাই তুলনামূলক বেশি কথা বলতে পরপর একাধিক একাউন্ট ব্যাবহার করুন।

আবশ্যকীয়ঃ কম্পিউটার, ইন্টারনেট কানেকশান, স্পীকার-মাইক্রোফোন/ হেডফোন।

27 June 2008

ইয়াহু’র নতুন অফার


মাত্র কয়েক দিন হলো ইয়াহু এই প্রথমবারের মতো ymail এবং rocketmail নামের নতুন দুটি এক্সটেনশান চালু করেছে। যারা ইয়াহু ব্যাবহার করেন অথচ নিজের কাঙ্খিত নামে ই-মেইল এড্ড্রেস পাননি তারা ঐ দুটি এক্সটেনশানের যে কোন একটি তে চেষ্টা করে দেখতে পারেন। ইয়াহু’র সকল সুবিধা আপনি এ দুটিতে পাবেন। যারা অনেক দিন হলো ইন্টারনেট ব্যাবহার করছেন তাদের কাছে rocketmail নামটি হয়তো পরিচিত। কারন এটি ইন্টারনেটের শুরুর দিকের একটি ফ্রী ই-মেইল প্রোভাইডার। ১৯৯৭ সালে ইয়াহু এটি কিনে নেয়। আগে যারা rocketmail ব্যাবহার করতেন তাদের কাছে এই অফার পুরনো স্মৃতিকে মনে করিয়ে দেবে। Ymail হলো gmail এর মতো yahoo mail এর সংক্ষিপ্ত রূপ। gmail শুরুর পর থেকে এর জনপ্রিয়তার কারনে ইয়াহু’র জনপ্রিয়তা কিছুটা কমে যায়। পুরনো অবস্থানে ফিরে জেতে ইয়াহু’র এত পদ্ধতির অবলম্বন। এই দুই বড় কর্পোরেশানের প্রতিযোগীতার লড়াইয়ে সাধারন ভোক্তাদের তারা সবসময়েই নানান সুবিধা দিচ্ছে। তাই, আপনি ইয়াহু’র নতুন এক্সটেনশান দুটি পরখ করে দেখতে পারেন। লিংক এইখানে।

04 January 2008

মাত্র একটি ম্যাসেঞ্জারের মাধ্যমে সব ম্যাসেঞ্জার চালান


আবারও সেই একই ঘটনা। ইন্টারনেটের মাধ্যমে যখন বন্ধু-বান্ধব এবং আত্মীয়-স্বজনদের সাথে চ্যাট করি, মাঝে মাঝেই সমস্যায় পড়তে হয়। কারন, একেক জনের একেক ম্যাসেঞ্জার। তাই কোন এক উইকএন্ডে প্রয়োজনীয় প্রায় সব ম্যাসেঞ্জার ডাউনলোড করি এবং রেজীষ্ট্রেশান করি।

কিন্তু তারপরেও ঝামেলা। সবগুলো একসঙ্গে চালু রাখলে দেখতে বিশ্রী লাগে আর মনে হয় নেট স্পীডও কমে যায়।

এই সমস্যা দূর করতে মাঝখানে কয়েকদিন ট্রিলিয়ান ব্যাবহার করেছিলাম। কিন্তু ইংরেজি ছাড়া অন্য ল্যাংগুয়েজ সাপোর্ট করেনি বলে ব্যাবহারের সীমাবদ্ধতা থেকেই যাচ্ছিল।

ইচ্ছা থাকলেই যেমন উপায় হয়। তেমনি আবার পেয়ে গেলাম নতুন আর একটি ম্যাসেঞ্জার সফটওয়্যার। নাম মিরান্ডা। এটাকে প্রায় ওপেন সোর্সই বলা যায়। আমার যেমন ইচ্ছা তেমন করে এটিকে আমি সাজিয়ে নিয়েছি। নামও দিয়েছি Rummon Messenger (আপনি আপনার বা যেকোন নাম দিতে পারেন) । এটি একসঙ্গে AIM, Jabber, ICQ, IRC, MSN, Yahoo, Gadu-Gadu, Gtalk, Skype সহ অনেক আন-পপুলার ম্যাসেঞ্জার সাপোর্ট করে। তাই এই সবগুলোকে মিরান্ডায় একসঙ্গে ব্যাবহার করা যায়।

আমি ব্যাক্তিগত ভাবে Yahoo, Gtalk, ICQ, Skype, IRC এবং Mail.ru Agent ব্যাবহার করি। এখন মিরান্ডায় আমি এর সবগুলো একসাথে ব্যাবহার করতে পারছি। আর মিরান্ডা খুবই ছোট এবং স্লীম সফটওয়্যার বিধায় এর ব্যাবহারও খুব দ্রুত করা যায়।

এইখান থেকে মিরান্ডা ডাউনলোড করুন।

যদি ইন্সটলেশানের কোন সমস্যা হয়, বরাবরের মত আমাকে মেইল করুন বা কমেন্টস্‌ এ সমস্যার কথা লিখুন।

শেয়ার করুন

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More