একটানা ১৩ বছর
প্রাক্তন সমাজতান্ত্রিক দেশে বসবাসের পর এখন রাজা-বাদশাহদের দেশে বসবাস করার মজাই
আলাদা। বিষয়টি আরো মজার যখন রাজা-বাদশাহদের সম্মান বা মর্যাদা রক্ষার বিষয়টি আইন জারি
করে মতামতের তোয়াক্কা না করে জনগনের উপর আরোপ করা হয়। ‘সাংবিধানিক রাজতন্ত্রে’
রাজা নির্বাচিত সরকারের না নির্বাচিত সরকার রাজার পাপেট তা বোঝা মুশকিল। তবে নিজেদের
মধ্যে সদ্ভাব এবং দেশের প্রতি ভালবাসা থাকলে একই দেশে রাজতন্ত্র এবং গণতন্ত্র একই
সঙ্গে দেশ শাসন এবং পরিচালনা করতে পারে।
সিংহাসনে রাজা মহামান্য নরোদম সিহামনি
পৃথিবীর আরো অনেক
দেশের মতো কম্বোডিয়াও সাংবিধানিক রাজতন্ত্রের একটি দেশ। অর্থাৎ দেশের সর্বোচ্চ পদমর্যাদাধারী
রাজা এবং তার অধীনে জনগনের নির্বাচনে প্রধানন্ত্রী, প্রেসিডেন্ট, মন্ত্রীপরিষদ এবং
সংসদ সদস্যদের মাধ্যমে গণতান্ত্রিক সরকার পরিচালিত হয়। ইংল্যান্ড, নরওয়ে,
নেদারল্যান্ড, সুইডেন, ডেনমার্ক, স্পেন, জাপান, থাইল্যান্ড সহ আরো অনেক দেশে এই
রকম শাসন ব্যাবস্থা দেখা যায়।
পিতা মাতার সঙ্গে রাজা মহামান্য নরোদম সিহামনি
গতানুগতিক ধারায়
রাজতন্ত্রে রাজা/রানি/বাদশাহ মানেই অত্যাচারী-স্বৈরাচারী সহ ইত্যাদি নেতীবাচক বিষয়
এবং শুধুমাত্র গণতন্ত্রেই মুক্তি সহ নানাবিধ ইতিবাচক বিষয় সুবিধা অনুযায়ী জনগনের
মাথায় গেঁথে দেওয়া হলেও কে কোন তন্ত্র জনগনের উপর কিভাবে প্রয়োগ করবে তার মাধ্যমেই
জনগনের মূল স্বার্থকতা। সাংবিধানিক রাজতন্ত্রের অধীনে পৃথিবীর প্রায় সব দেশে
ধন-সম্পদের প্রাচুর্য, কার্জকর বিচার ব্যাবস্থা, আইনের সুষ্ঠ প্রয়োগ, শিক্ষিতের
হার (স্বাক্ষরতার হার নয়), কর্ম-সংস্থানের হার (বেকারত্বের হার নয়),
ধর্মনিরপেক্ষতা, আধুনিক এবং মুক্ত চিন্তা ভাবনার সুস্থ এবং সুষ্ঠ প্রয়োগের উদাহরন
উল্লেখযোগ্য।
ভূমিকার অবতারনার পর
মূল প্রসঙ্গে আসা যাক। কম্বোডিয়ার প্রয়াত রাজা মহামান্য নরোদম সিহানুক’এর পুত্র বর্তমান
রাজা মহামান্য নরোদম সিহামনি ১৯৫৩ সালে ১৪ ই মে জন্মগ্রহন করেন। ২০০৪ এর পর থেকে
তিনি সিংহাসনে অভিষিক্ত হলে রাজার এই জন্মদিনে প্রতিবছর সরকারী ছুটি পালন করা হয়।
চেক প্রজাতন্ত্রে শিক্ষাগ্রহনের পর তিনি ইউরোপে সাংস্কৃতিক দূত হিসেবে দায়িত্ব
পালন করেন। ব্যক্তিগতভাবে তিনি শাস্ত্রীয় নৃত্যের একজন খ্যাতিমান প্রশিক্ষক।
রাজপুত্র বলেই তিনি
রাজা হয়েছেন বিষয়টি ঠিক তা নয়। তাঁকে ‘রাজ সিংহাসন পর্ষদের’ ভোটের মাধ্যমে জয়ী হয়ে
সিংহাসনে আরোহণ করতে হয়। এই কারনে তিনি পৃথিবীর দূর্লভ 'নির্বাচিত রাজা'দের একজন।
বর্তমান সময়ে তাঁকে বিভিন্ন রাষ্ট্রীয়, ধর্মীয় এবং অন্যান্য অনুষ্ঠানে জনগনের ভোটে
নির্বাচিত প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, সংসদ সদস্য এবং জনগনের সাথে একসঙ্গে উপভোগ
করতে দেখা যায়। খুবই বিনয়ী রাজা নরোদম সিহামনি কম্বোডিয়ার জনগনের কাছে অত্যন্ত
সম্মানিত এবং জনপ্রিয় একজন ব্যক্তিত্ব।
কম্বোডিয়ার রয়্যাল
প্যালেস বা রাজপ্রাসাদ নমপেনের ঠিক কেন্দ্রস্থলে অবস্থিত। অসংখ্য বিদেশী পর্যটকদের
সাথে সাথে স্থানীয় মানুষজনের ভীড় এইখানে চোখে পড়ার মতো। রাজপ্রাসাদের অভ্যন্তরে
প্রবেশের নির্দিষ্ট সময় এবং টিকেটের মূল্য বেধে দেওয়া থাকলেও বাইরের প্রাঙ্গন সবার
জন্য উন্মুক্ত। মেকং (Mekong River), টনলে সাপ (Tonle Sap River) এবং বাস্সাক (Bassac River) এই তিন নদীর সংযোগস্থলের পাড়ে এই রাজপ্রাসাদের অবস্থানের কারনে বিকেল
থেকে রাত পর্যন্ত এইখানে শত-শত মানুষ প্রাকৃতিক নয়নাভিরাম দৃশ্য অবলোকনের জন্য বেড়াতে
আসে।