30 September 2007

আরো কয়েকটি ফ্রী ফোন করার সফটঅয়্যার


ইন্টারনেট ব্যাবহার করে আমেরিকা, কানাডা এবং ইউরোপে ফ্রী ফোন করার আরো কয়েকটি সফটঅয়্যারের খোঁজ পেলাম। এই সফটঅয়্যারগুলির ইন্টারফেস এবং ব্যাবহার পদ্ধতি একই রকম।

এই সফটঅয়্যারগুলির ওয়েবসাইটে যেয়ে রেজিস্ট্রেশন করে সফটঅয়্যাটি ডাউনলোড করুন।

টিপস্‌ - মাত্র একটি একাউন্ট থেকে যে পরিমান কথা বলা যায়, একাধিক একাউন্ট থেকে আনুপাতিক হারে তার বেশি কথা বলা যায়। তাই একাধিক একাউন্ট ব্যাবহার করুন।

ইন্টারনেট কলস্‌

লো রেট ভিওআইপি

জাস্ট ভিওআইপি

ভিওআইপি বাস্টার

27 September 2007

একই উইন্ডোতে সকল ই মেইল একসঙ্গে


যারা ইন্টারনেট নিয়মিত ব্যাবহার করেন, তাদের প্রায় প্রত্যেকেরই নামে-বেনামে একাধিক ইমেইল এড্ড্রেস থাকে। সংখ্যাটি কম বেশি যাই হোক না কেন, বারবার লগইন আর সাইনআউটের ঝামেলা কেউ চায় না। পপ্‌ পীপার নামের এই ছোট্ট সফট্‌অয়্যারের মাধ্যমে একাধিক ইমেইল এড্ড্রেস থেকে একই উইন্ডোতে সব ইমেইল চেক করা যাবে। এতে সাধারন যে কোন ইমেইল প্রোভাইডার ইয়াহু, হটমেইল বা জিমেইল এর মত সুবিধা পাওয়া যাবে। আপনি এখান থেকেই আপনার যেকোন এড্ড্রেসের ইমেইল কম্পোজ, রিপ্লাই, ফরোয়ার্ড করতে পারবেন।

পপ্‌ পীপার POP3, IMAP, Hotmail/MSN, Yahoo, Mail.com, MyWay, Excite, Rediffmail, Lycos, Gmail, Juno/Netzero ’র ইমেইল এড্ড্রেস সাপোর্ট করে। আপনার যদি উপরে উল্লেখিত যেকোন ইমেইল প্রোভাইডারের একই সঙ্গে বা আলাদা ভাবে একাধিক ইমেইল এড্ড্রেস থাকে তবে আপনি সবগুলো পপ্‌ পীপারে এড্‌ করতে পারেন।

একেবারে ফ্রী এর সফট্‌অয়্যারটি এইখান থেকে ডাউনলোড করুন।

24 September 2007

ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড


অনেকেই ইউটিউব বা গুগল ভিডিও থেকে বিভিন্ন ভিডিও দেখে থাকেন। কিন্ত অনেক ক্ষেত্রে পছন্দের ভিডিওটি নিজের কম্পিউটারে ডাউনলোড করা যায়না। এই সমস্যা সমাধানের কিছু উপায়ের একটি হলো এই সফটঅয়্যার। এই সফটঅয়্যার ব্যাবহার করে ইউটিউব, গুগল ভিডিও এবং অন্যান্য বেশ কিছু জনপ্রিয় ভিডিওশেয়ার সাইট থেকে ভিডিও ডাউনলোড করা যায়।

সফটঅয়্যারটি ডাউনলোড করে প্রথমে ffmpeg.exe ফাইলটি চালিয়ে দিন। এটি অটোমেটিক বন্ধ হয়ে গেলে VDownloader.exe ওপেন করুন। ডাউনলোড ট্যাব এ ইউটিউব বা গুগল ভিডিওর URL কপি করে সহজেই ভিডিও ডাউনলোড করুন। অথবা সার্চ অপশনে কাঙ্খিত ভিডিও সার্চ করে সরাসরি ডাউনলোড করুন।

এই সফটঅয়্যারটি এইখান থেকে ডাউনলোড করুন।

অথবা এই URL আপনার ব্রাউজারে কপি করে সরাসরি ঐ সফটঅয়্যারের লোকেশন সাইটে প্রবেশ করুন।
http://www.esnips.com/doc/c0c46578-e66d-43a0-80ad-e05b90943dba/vdownloader

23 September 2007

আমেরিকা এবং কানাডা'তে ফ্রী আনলিমিটেড ফোন করুন


শুধুমাত্র আমেরিকা আর কানাডা’র যেকোন ল্যান্ডফোন বা মোবাইলে বিনামূল্যে আনলিমিটেড কথা বলুন। কোন সফট্‌অয়্যার ইনস্টল করার দরকার নাই। সরাসরি এই সাইটে নাম্বার কপি করে অথবা ডায়ালপ্যাড ব্যাবহার করে ফোন করুন। তবে প্রথমবারে কানেকশান না পেলে হতাশ হবেন না। লাইন কেটে দিয়ে, পেজ রিফ্রেশ করে আবার ডায়াল করুন।

তবে বরাবরের মতো আপনার কম্পিউটারে কমপক্ষে ইন্টারনেট কানেকশন, সাউন্ডকার্ড, স্পীকার এবং মাইক্রোফোন থাকতে হবে।

সবশেষে সবচেয়ে জরুরী কথা হলো, এই সাইটের মাধ্যমে আমেরিকা আর কানাডা’র যেকোন নাম্বারে ফোন করতে কানট্রি কোড ১, ০০১ অথবা +১ ব্যাবহারের কোন দরকার নাই। কানট্রি কোড বাদ দিয়ে বাঁকী ডিজিটগুলো ব্যাবহার করলেই হবে।

এইখানে ক্লিক করে ঐ সাইটে যান।

19 September 2007

ইন্টারনেট ব্যাবহার করে ফ্রী ফোন করুন


অনেকদিন ধরে ইন্টারনেটের মাধ্যমে শুধুমাত্র মাইক্রোফোন আর স্পীকার ব্যাবহার করে ফ্রী কথা বলার উপায় খুঁজছিলাম। এর মাঝে হঠাৎ পেয়ে গেলাম পৃথিবীর বিভিন্ন দেশে ফ্রী কথা বলার এই সফট্‌অয়্যারটি। এর মাধ্যমে যে সব দেশে ফ্রী কথা বলা যায় সেই দেশগুলো হলো

Argentina
Australia
Austria
Belgium
Canada
Czech Republic
Denmark
France
Germany
Hong Kong(+mobile)
Hungary
Ireland
Italy
Luxembourg
Malaysia
Monaco
Netherlands
New Zealand
Norway
Panama
Poland
Portugal
Puerto Rico(+mobile)
Russian Federation
Singapore
Slovenia
South Korea
Spain
Sweden
Switzerland
Taiwan
United Kingdom
United States(+mobile)

এর মাধ্যমে উপরে উল্লেখিত দেশগুলোতে প্রতি সপ্তাহে তিনশো মিনিট ফ্রী কথা বলা যাবে। তবে আপনার নাম রেজিস্ট্রী করতে হবে।
এইখানে ক্লীক করে এই সফট্‌অয়্যার ডাউনলোড করুন।

শেয়ার করুন

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More