24 September 2007

ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড


অনেকেই ইউটিউব বা গুগল ভিডিও থেকে বিভিন্ন ভিডিও দেখে থাকেন। কিন্ত অনেক ক্ষেত্রে পছন্দের ভিডিওটি নিজের কম্পিউটারে ডাউনলোড করা যায়না। এই সমস্যা সমাধানের কিছু উপায়ের একটি হলো এই সফটঅয়্যার। এই সফটঅয়্যার ব্যাবহার করে ইউটিউব, গুগল ভিডিও এবং অন্যান্য বেশ কিছু জনপ্রিয় ভিডিওশেয়ার সাইট থেকে ভিডিও ডাউনলোড করা যায়।

সফটঅয়্যারটি ডাউনলোড করে প্রথমে ffmpeg.exe ফাইলটি চালিয়ে দিন। এটি অটোমেটিক বন্ধ হয়ে গেলে VDownloader.exe ওপেন করুন। ডাউনলোড ট্যাব এ ইউটিউব বা গুগল ভিডিওর URL কপি করে সহজেই ভিডিও ডাউনলোড করুন। অথবা সার্চ অপশনে কাঙ্খিত ভিডিও সার্চ করে সরাসরি ডাউনলোড করুন।

এই সফটঅয়্যারটি এইখান থেকে ডাউনলোড করুন।

অথবা এই URL আপনার ব্রাউজারে কপি করে সরাসরি ঐ সফটঅয়্যারের লোকেশন সাইটে প্রবেশ করুন।
http://www.esnips.com/doc/c0c46578-e66d-43a0-80ad-e05b90943dba/vdownloader

4 টি মন্তব্য:

Thanks 4 this news. I find this type of software. But i didn't find. Thanks Again 4 write about this software

samiul,
আমার লেখা আপনার কাজে লেগেছে জেনে খুশী হলাম। আপনাকেও ধন্যবাদ।

আমার ভীষণ কাজে লেগেছে। আপনাকে আসংখ্য ধন্যবাদ। আপনার কাছে আরো প্রত্যাশা রইলো।

S Prasad আপনাকেও ধন্যবাদ। কী ধরনের লেখা প্রত্যাশা করেন জানালে খুশী হবো।

শেয়ার করুন

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More