মাত্র কয়েক দিন হলো ইয়াহু এই প্রথমবারের মতো ymail এবং rocketmail নামের নতুন দুটি এক্সটেনশান চালু করেছে। যারা ইয়াহু ব্যাবহার করেন অথচ নিজের কাঙ্খিত নামে ই-মেইল এড্ড্রেস পাননি তারা ঐ দুটি এক্সটেনশানের যে কোন একটি তে চেষ্টা করে দেখতে পারেন। ইয়াহু’র সকল সুবিধা আপনি এ দুটিতে পাবেন। যারা অনেক দিন হলো ইন্টারনেট ব্যাবহার করছেন তাদের কাছে rocketmail নামটি হয়তো পরিচিত। কারন এটি ইন্টারনেটের শুরুর দিকের একটি ফ্রী ই-মেইল প্রোভাইডার। ১৯৯৭ সালে ইয়াহু এটি কিনে নেয়। আগে যারা rocketmail ব্যাবহার করতেন তাদের কাছে এই অফার পুরনো স্মৃতিকে মনে করিয়ে দেবে। Ymail হলো gmail এর মতো yahoo mail এর সংক্ষিপ্ত রূপ। gmail শুরুর পর থেকে এর জনপ্রিয়তার কারনে ইয়াহু’র জনপ্রিয়তা কিছুটা কমে যায়। পুরনো অবস্থানে ফিরে জেতে ইয়াহু’র এত পদ্ধতির অবলম্বন। এই দুই বড় কর্পোরেশানের প্রতিযোগীতার লড়াইয়ে সাধারন ভোক্তাদের তারা সবসময়েই নানান সুবিধা দিচ্ছে। তাই, আপনি ইয়াহু’র নতুন এক্সটেনশান দুটি পরখ করে দেখতে পারেন। লিংক এইখানে।
0 টি মন্তব্য:
Post a Comment