23 September 2007

আমেরিকা এবং কানাডা'তে ফ্রী আনলিমিটেড ফোন করুন


শুধুমাত্র আমেরিকা আর কানাডা’র যেকোন ল্যান্ডফোন বা মোবাইলে বিনামূল্যে আনলিমিটেড কথা বলুন। কোন সফট্‌অয়্যার ইনস্টল করার দরকার নাই। সরাসরি এই সাইটে নাম্বার কপি করে অথবা ডায়ালপ্যাড ব্যাবহার করে ফোন করুন। তবে প্রথমবারে কানেকশান না পেলে হতাশ হবেন না। লাইন কেটে দিয়ে, পেজ রিফ্রেশ করে আবার ডায়াল করুন।

তবে বরাবরের মতো আপনার কম্পিউটারে কমপক্ষে ইন্টারনেট কানেকশন, সাউন্ডকার্ড, স্পীকার এবং মাইক্রোফোন থাকতে হবে।

সবশেষে সবচেয়ে জরুরী কথা হলো, এই সাইটের মাধ্যমে আমেরিকা আর কানাডা’র যেকোন নাম্বারে ফোন করতে কানট্রি কোড ১, ০০১ অথবা +১ ব্যাবহারের কোন দরকার নাই। কানট্রি কোড বাদ দিয়ে বাঁকী ডিজিটগুলো ব্যাবহার করলেই হবে।

এইখানে ক্লিক করে ঐ সাইটে যান।

2 টি মন্তব্য:

আপানার এই সাইট থেকে আমি চেষ্টা করেও ফোন করতে পারি নি। কোনও সাড়া শব্দই পাই নি। আর একবার বলেছে, কি যেন এক একটিভ এক্স ইন্সটল করতে হবে। কিন্তু ওটা ইন্সটল হল কিনা বুঝতে পারিনি। কি করব?

samar,
যদি অটোমেটিক্যালি একটিভ এক্স ইনস্টলার আসে তবে ইনস্টল করুন। তারপর উইন্ডো ক্লোজ করে(not PC shutdown)আবার নতুন করে ঐ পেজ ওপেন করুন।

এর পরও যদি না হয়, তবে নির্দ্বিধায় আবার আমাকে জানাবেন।

শেয়ার করুন

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More